

আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর)। খবর আল জাজিরার
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা বলছে, আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২৯ জন সেনা সদস্য।
এদিকে আফগানিস্তানের গণমাধ্যম টেলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করছে। আগের রাতের গোলাগুলি শেষ হলেও আজ রোববার থেমে থেমে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন পাকিস্তানের কুরম এলাকার বাসিন্দারা।
সংঘর্ষের জেরে পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, সেনাবাহিনী আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত চৌকি দখলে নিয়েছে। আর তালেবানের বরাত দিয়ে আফগান গণমাধ্যম আমু নিউজ জানিয়েছে, ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ১১টি সীমান্ত চৌকি।
গত বৃহস্পতিবার কাবুলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ নিয়ে তালেবান সরকার এক বিবৃতিতে জানায়, এটি ছিল পাকিস্তানের চালানো বিমান হামলা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
এর জেরে গতকাল শনিবার রাতে পাকিস্তানি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তালেবানের দাবি, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। এর জবাবে সীমান্তে গুলি ছোঁড়া হয়। আর পাকিস্তানের দাবি, তালেবান বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। ফলে সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়।