

নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সম্ভাব্য সকল প্রার্থী ও জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে; জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলাস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে; দেশের ভেতরে-বাইরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে নিউইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক অনুষ্ঠানে বলেছেন- এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে গণতান্ত্রিক উত্তরণের যে নির্বাচনী প্রক্রিয়া; তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি-বিদেশি শক্তি সক্রিয়; সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু জনগণ এখন ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণ সংকল্পবদ্ধ। এ দেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে সেটা দেশি হোক, বিদেশি হোক তাদেরকে তারা প্রতিহত করবে।
পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পিআর পদ্ধতি হচ্ছে- একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে যে, একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির একটা জরিপে দেখলাম দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোনো একটা জরিপে দেখলাম, কোনো একটা দল বলছে- ৭০ শতাংশ মানুষ পিআর চায়। যদি ৫৬ শতাংশ লোক পিআর পদ্ধতি না-ই বুঝে; তাহলে ৭০ শতাংশ লোক কীভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন। পিআর মানে মনে করি, জনসংযোগ। সবাই জনসংযোগে আছে সেই পিআর এ আমরা বিশ্বাস করি। যারা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়; তারা সফল হবে না।
এর আগে জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন সালাহউদ্দিন আহমেদ। সেখানে নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।