

শেষ ওভারে ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ১০ রান। রাজশাহীর ফাস্ট বোলার নাহিদ রানার করা ওভারের প্রথম দুই বলেই চার মেরে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন ঢাকা মেট্রোর ওপেনার মাহফুজল ইসলাম।
তাঁর ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। মাহফুজুলের অপরাজিত ৩০ রানের ইনিংসে বৃথা গেছে রাজশাহীর সাব্বির রহমানের অপরাজিত ১৫ বলে ৩৩ রানের ইনিংস।
আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৩০ মিনিটে। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি শুরু হয় তিন ঘণ্টারও বেশি সময় পর। ম্যাচও নেমে আসে মাত্র ৫ ওভারে। ৫ ওভারের সেই ম্যাচে আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহী তুলেছিল ৩ উইকেটে ৬০ রান, যে রান ৩ বল আগেই তাড়া করেছে ঢাকা মেট্রো।

মাহফুজুল ছাড়া ঢাকার অন্য কোনো ব্যাটসম্যান ১০ রানের গণ্ডিও পার হতে পারেননি। ছোট টার্গেটে সেটি দরকারও হয়নি। মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৪ বলে ৬ রান, আবু হায়দার ৪ বলে ৮। এসব ছোট ইনিংস আর অতিরিক্ত থেকে আসা ১০ রান মাহফুজুলের কাজটা সহজ করে দিয়েছে।
এর আগে রাজশাহীর হয়ে ঝড় তুলেছিলেন সাব্বির। তাঁর ৩৩* রানের সঙ্গে মেহেরাব হোসেনের ৯ বলে ১৫ রানের ইনিংসে ৬০ রান তুলতে পেরেছিল রাজশাহী। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেনের টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি। আউট হয়েছেন প্রথম বলেই।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী: ৫ ওভারে ৬০/৩ (সাব্বির ৩৩*, মেহেরাব ১৫*; আরিফ ২/৬, আবু হায়দার ১/২২)
ঢাকা মেট্রাে: ৪.৩ ওভারে ৬১/৩ (মাহফুজুল ৩০*, আবু হায়দার ৮; শফিকুল ২/২৩, আসাদুজ্জামান ১/১৭)
ফল: ঢাকা মেট্রো ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহফুজুল রহমান
