ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন দেশত্যাগ নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জানা গেছে, সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর/অস্থাবর সম্পদ রয়েছে। তাদের এই অবৈধ উপায়ে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তরের পায়তারা করছেন।
মো. সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত/ব্লক করা ও বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা একান্ত জরুরি।