[caption id="attachment_7531" align="aligncenter" width="600"]
সংগৃহীত ছবি [/caption]
কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তারা ভবিষ্যতে আর নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
আরব টাইমস জানিয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ও পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলায় তাদের গ্রেপ্তার করেছে দেশটির বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসৌরীসহ অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।