প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে বিটকয়েন


ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ মে) এই মুদ্রার দাম ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজার ডলার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণমান কমানোয় বিনিয়োগকারীরা ডলারের বিকল্প বিনিয়োগ ভার্চুয়াল মুদ্রার দিকে ঝুঁকছে। এতে ঊর্ধ্বমুখী দাম।
সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, বৃহস্পতিবার প্রতিটি কয়েনের দাম ১ লাখ ১১ হাজার ৪৭৩ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমা এবং মুডিস, মার্কিন ঋণমান কমিয়ে দেয়ায়, বিনিয়োগকারীরা ডলারের বিকল্প বিনিয়োগ উৎস হিসেবে ক্রিপ্টোর দিকে ঝুঁকছেন। এতে বাড়ছে দাম।
তবে দাম বাড়লেও বিটকয়েনের সঙ্গে তাল মিলিয়ে তেমন একটা বাড়েনি দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারের দাম। বৃহস্পতিবার সকালে আড়াই শতাংশ বেড়ে প্রতিটি মুদ্রার দাম হয়েছে ২ হাজার ৬১৮ ডলার।
একই সঙ্গে ঊর্ধ্বমুখী আরেক মুদ্রা বাইন্যান্সের দামও। প্রতিটির মূল্য প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬ ডলারে।
Copyright © 2025 সত্যের পথে. All rights reserved.