সন্তানকে ইংরেজি ও পাঞ্জাবি দুই ভাষাই শেখানোর পরামর্শ দিলেন অক্ষয়, ক্যাটরিনা-ভিকিকে

বলিউড তারকা অক্ষয় কুমার একটু অন্যভাবে এই বিটাউন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন । কোলাজ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় ফিসফাঁস শোনা যাচ্ছিল। অবশেষে ক্যাট নিজেই জানালেন সুখবরটি। গতকাল মঙ্গলবার এক পোস্টের মাধ্যমে তিনি মা হতে যাওয়ার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ থেকে বিনোদনজগতের অনেকে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছেন। তবে বলিউড তারকা অক্ষয় কুমার একটু অন্যভাবে এই বিটাউন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের মিস্টার খিলাড়ির এই পোস্ট নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।
২০২১ সালের ডিসেম্বরে আড়ম্বরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তার পর থেকে এই বিটাউন দম্পতির বাবা-মা হতে যাওয়ার খবর নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে যায়। মাঝেমধ্যেই এ নিয়ে নানান গুঞ্জন শোনা যেত।

Leave a Reply

Scroll to Top