লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উরচেস্টার পার্ক স্টেশনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, এক তরুণী ষাটোর্ধ্ব এক যাত্রীকে রেললাইনে ফেলে পালিয়ে যায়। ভাগ্যক্রমে ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন, যদিও তার কাঁধে আঘাত লেগেছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান যে আহত ব্যক্তির গুরুতর কোনো শারীরিক ক্ষতি হয়নি।
অভিযুক্ত তরুণীর বয়স আনুমানিক ত্রিশের কোঠায়। তিনি সাদা বর্ণের, স্বর্ণকেশী এবং ধূসর রঙের কোট ও কালো রঙের একটি বিশেষ ববল টুপি পরিহিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এসেছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ঘটনাস্থলে উপস্থিত থাকার সময় ওই নারী ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেন এবং এরপর তাকে রেললাইনে রেখেই পালিয়ে যান।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর বাবা আদেয়ে ঘটনাটিকে “উদ্বেগজনক” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ভাগ্যক্রমে আহত ব্যক্তি মারাত্মক আঘাত পাননি। আমরা দ্রুততম সময়ে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা করছি। পাশাপাশি যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা ঘটনার আগে কিংবা পরে ওই নারীকে দেখেছেন, তাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি।
এদিকে, ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের যাত্রায় আর কোনো বিলম্ব নেই।