[caption id="attachment_6836" align="aligncenter" width="600"]
মৌসুমী আক্তার সালমা।[/caption]
মৌসুমী আক্তার সালমা। সংগীতশিল্পী। সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে তাঁর গাওয়া দ্বৈত গান ‘বোকা মন’। এ ছাড়া নন্দিনী সিনেমায় গেয়েছেন তিনি। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে সত্যের পথে।
‘সানাই’ গানটিতে শ্রোতাদের কেমন সাড়া পাচ্ছেন?
অসম্ভব ভালো। শুভ ভাইয়ের [কাজী শুভ] সঙ্গে এটি গাওয়া প্রথম গান। আর কে মিউজিকের ব্যানারে গানটি এক মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। এটি মজার গান। ভিডিওটি ভালো হয়েছে। অসম্ভব সুন্দর কথার গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নন্দিনী’ সিনেমায় আপনার একটি গান রয়েছে...
বেশ বিরতির পর চলচ্চিত্রে আমার গাওয়া কোনো গান প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছিলাম পাঁচ বছর আগে। এটি শুনে মানুষ ভালো বলছেন। যারা শুনেছেন, তারা বলেছেন অনেক দিন পর একটি ভালো গান শুনলাম। আমার সমসাময়িক অনেক শিল্পীই সিনেমায় গান করছেন। সিনেমায় আমার কাজ একেবারেই কম।
সিনেমায় গান কম করার কারণ কী?
এই সময়ে সিনেমায় যারা সংগীত পরিচালক আছেন, তাদের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহাসহ অনেক গুণী সংগীত পরিচালকের সঙ্গে গান করেছি। সংগীত ক্যারিয়ারে ৩০টির বেশি সিনেমায় গান করার সুযোগ হয়েছে। প্রায় ১০ বছর সিনেমার গানের প্রস্তাব খুব একটা পাচ্ছি না। এ কারণেই সিনেমার গান কমে যাচ্ছে। আমি অডিও বাজার, স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত। সিনেমার গান কমে গেলেও কোনো অসুবিধা নেই। ইদানীং সিনেমায় ব্যবহৃত ফোক গান আধুনিক গানের শিল্পীরা গাইছেন। এটি শুনলে খারাপ লাগে। আমরা যেহেতু ফোক গান বেশি গাই, সেহেতু আমাদের কাছে এ ধরনের গানের প্রস্তাব আসতেই পারত। তবে এটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করতে চাই না।
আপনি লোকগানের শিল্পী হিসেবে পরিচিত। কিন্তু নানা ধরনের গান করছেন...
শিল্পী হিসেবে নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। এ জন্য লোকগানের পাশাপাশি আধুনিক, রক ফিউশনসহ নানা ধরনের গান গাইছি। এর চেয়ে বড় বিষয়, আমার কণ্ঠে শ্রোতারা ভিন্ন ঘরানার গান শুনে মুখ ফিরিয়ে নেননি; বরং অনেকেই ভিন্ন ঘরানার গান গাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি সেসব শ্রোতার কথা ভেবেই ভিন্ন ভিন্ন ঘরানার গান করছি।
শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সময় সমালোচনা ও ট্রল হয়। এ বিষয়টি কীভাবে দেখেন?
ব্যক্তিগত বিষয় নয়, প্রত্যেক মানুষের কাজকে সম্মান করা উচিত। বাংলাদেশে তারকার ব্যক্তিগত বিষয় পেলে মাতামাতি শুরু হয়ে যায়। এটি ঠিক নয়। পৃথিবীর অন্য কোনো দেশে তারকার ব্যক্তিগত বিষয় নিয়ে মাতামাতি কমই হয়। তারকাদের ব্যক্তিগত বিষয় সামনে এলে শিল্পীর ক্ষতি হয়ে যায়। আমি মনে করি, ব্যক্তিগত বিষয়টি ব্যক্তিগতই রাখা উচিত। কাজের জায়গায় কাজ।
সংগীতে এই সময়ে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন?
চ্যালেঞ্জ সব জায়গায় আছে। তবে মিউজিক সব সময়ই চ্যালেঞ্জের জায়গায় ছিল। দেশের কোনো কিছু হলে সবার আগে গান বন্ধ করে দেওয়া হয়। অন্য কোনো কাজ বন্ধ হয় না। শিল্পীদের কাজের কোনো গ্যারান্টি নেই। করোনার সময় শিল্পীদের বেশ দুর্দিন যাচ্ছিল। সেই কঠিন সময়ই মোকাবিলা করেছি। আশা করছি, সব ধরনের চ্যালেঞ্জই শিল্পীরা মোকাবিলা করতে পারবেন।
সালমা মিউজিক চ্যানেলটি কেমন চলছে?
আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত নতুন নতুন গান প্রকাশ করছি। শ্রোতারা এটি বেশ গ্রহণ করছেন। নতুন কিছু গান তৈরি আছে। সামনে সেগুলো একে একে প্রকাশ পাবে।