[caption id="attachment_6261" align="aligncenter" width="600"]
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি[/caption]
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রোববার দুপুর সোয়া বারোটায় এ মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। খবর বিবিবির
এর আগে এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅভ্যুত্থানে নিহতের স্বজন এবং আহত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন। এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হয়।
পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাখা হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুইটি মামলা রয়েছে। এর মধ্যে একটি গুমের মামলা ও আরেকটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।