রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা এলাকার মুসলিম ব্লক বাজারে অন্তত ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এসব দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
মুসলিম ব্লক এলাকার বাসিন্দা মো. আজগর আলী প্রথম আলোকে বলেন, দিবাগত রাত একটার দিকে একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পানি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। আগুনে মুদি, ওষুধ, জামাকাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রির দোকান পুড়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।