যুবক নিহত, বাস চাপার ঘটনায়।


সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহন নামের বাসটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Scroll to Top