মৌলভীবাজারে উৎসবমুখর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।

অতিথি ও সুহৃদদের সঙ্গে বিজয়ীরা

টানা কয়েক দিন মেঘ-বাদলের মধ্যে কেটেছে মৌলভীবাজারবাসীর। তাই ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পর্বের বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব আয়োজন কার্যক্রমে বিঘ্নিত ঘটাতে পারে এমন শঙ্কা কাজ করছিল সুহৃদদের মধ্যে। ওইদিনের আলো ঝলমল ভোর, পরবর্তী সময়ে রোদেলা প্রকৃতির অনুকূল হাওয়ায় মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত বিতর্ক উৎসব। জেলা সদরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে জেলার শমশেরনগরের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে জেলা শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

ভেন্যুর মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর বিতর্ক উৎসবের উদ্বোধন করেন প্রফেসর মো. সেলিম। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রফেসর পার্থ প্রতিম চক্রবর্তী। বিচারক হিসেবে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা নাজনীন, প্রাণীবিদ্যা বিভাগের কাজল দেব, একই কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শকি্‌তেদ পাল, কবি মহিদুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাপ্রবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস। সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি কবি ইয়াসীন সেলিম ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ জুনেদের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম। এতে উপস্থিত শিক্ষকদের মধ্য বক্তব্য দেন বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সজীব চক্রবর্তী, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন নাজমুল হুদা।চ্যাম্পিয়ন দল বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীরা হলেন নাবিলা মারইয়াম, ফাতেমা বিনতে অলি ও দিপ্র ধর আতিদ্য। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিজয়ী দলের দিপ্র ধর আতিদ্য। রানার্সআপ দলের তিন প্রতিযোগী হলেন নাজিফা আনজুম মৌনতা, এসকে মিনহা আহমেদ ও জাহরা ওয়াছমা।

Leave a Reply

Scroll to Top