মেসি খেলেননি, কারণ কোচের সিদ্ধান্ত

মেসি ও স্কালোনি। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। কিন্তু কেন? এবার এ নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ ব্যবধানে জয়ে মেসি দলের অংশ ছিলেন না। তবে তিনি পরিবারের সঙ্গে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটি দেখেছেন।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেননি যে মেসি ম্যাচটি শুরু করবেন কিনা। তবে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ব্যাখ্যা দেন কেন মেসিকে খেলানো হয়নি।

স্কালোনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিও (মেসি) খেলবে না। আমি লাওতারো (মার্তিনেজ) এবং হুলিয়ান (আলভারেজ)-কে দেখতে চেয়েছিলাম। আমাদের বেঞ্চে ফ্লাকো লোপেজও ছিল, তাকেও আমরা শিগগিরই দেখব।’

আর্জেন্টিনা জাতীয় দল আগামী মঙ্গলবার ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে।

Leave a Reply

Scroll to Top