মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিল স্পেন

মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। ছবি : সত্যের পথে

আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিকে উড়ন্ত জয় পেয়েছে স্পেন। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রবিবার রাতে তুরস্ককে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

কনিয়ার আতাতুর্ক স্টেডিয়ামে একপেশে ম্যাচে মেরিনোর হ্যাটট্রিকের পাশাপাশি স্পেনের হয়ে জোড়া গোল করেন পেদ্রি, একটি গোল যোগ করেন ফেরান তোরেস। তবে পুরো ম্যাচে ব্যবধান আরো বড় হতে পারত, কিন্তু স্বাগতিক গোলরক্ষক উগুরকান চাকির দারুণ কিছু সেভে সেটি সম্ভব হয়নি।

ম্যাচের শুরু থেকেই তুর্কিদের রক্ষণ ভেঙে আক্রমণ চালাতে থাকে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৫ মিনিটেই চাকিরের সেভে বঞ্চিত হন নিকো উইলিয়ামস ও পেদ্রি। তবে অল্প পরেই বাঁ দিক দিয়ে ঢুকে নিচু শটে গোল করেন পেদ্রি।

২২ মিনিটে কুকুরেয়া, পেদ্রি, উইলিয়ামস ও ওয়ারজাবালের সমন্বিত আক্রমণে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো।

যোগ করা সময়ে আরো একবার পেদ্রির পাস থেকে জাল খুঁজে পান তিনি।বিরতির পর ৫৩ মিনিটে দ্রুত আক্রমণ থেকে গোল করেন ফেরান তোরেস। চার মিনিট পর দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। এরপর ৬২ মিনিটে ওয়ারজাবালের অসাধারণ থ্রু পাস থেকে স্পেনের ষষ্ঠ গোলটি করেন পেদ্রি।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত মেরিনো বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। মিডফিল্ডার হিসেবে গোল পাওয়া সবসময় বিশেষ কিছু। গত বছর থেকেই আমি কিছুটা এগিয়ে খেলছি, দলকে গোল দিয়ে সাহায্য করতে পারছি। এটা ভীষণ আনন্দের।’এই জয়ে বাছাইপর্বের ‘গ্রুপ ই’ তে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন।

Scroll to Top