[caption id="attachment_6852" align="aligncenter" width="600"]
ছবি: সংগৃহীত [/caption]
মধ্য ফিলিপাইনসের সেবু দ্বীপ প্রদেশের উপকূলবর্তী এলাকায় মঙ্গলবার রাতে আঘাত হেনেছে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কমপক্ষে ৬৯ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের মাথায় চোট এবং হাড় ভাঙার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তের বোগো শহরের কাছে আঘাত হানে। প্রথম কম্পনের পরে আরও চারটি কম্পন (ম্যাগনিচিউড ৫ বা তার বেশি) অনুভূত হয়, যা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পূর্বে মৃতের সংখ্যা ২৬ জন জানিয়েছিল, যা বুধবার নতুন করে বৃদ্ধি পেয়ে ৬৯ এ পৌঁছেছে। তবে কর্মকর্তারা আশা করছেন যে, ধ্বংসাবশেষের নিচে আরও অনেক মানুষ আটকা থাকতে পারেন।
উদ্ধারকারী দল তৎপরভাবে বাকি শিক্ষার্থী ও সাধারণ মানুষদের উদ্ধার করতে কাজ করছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষ খুঁজছেন। সিভিল ডিফেন্সের উপ-প্রশাসক বার্নার্ডো রাফায়েলিটো আলেকজান্দ্রো বলেছেন, ‘আমরা এখনো উদ্ধার কার্যক্রমের মধ্যে রয়েছি। অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা আছেন। তারা উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম শেষ হবে না।’
স্থানীয় কর্তৃপক্ষ সেবুর কিছু অংশে ‘দুর্যোগকালীন অবস্থা’ ঘোষণা করেছে। এতে অফিস, স্কুল ও সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।
ভূমিকম্পের তাণ্ডবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং বেশ কিছু ভবন ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, সেবুর একটি সেতু এতই কম্পিত হয়েছিল যে মোটরসাইকেল চালকদের সেতুর রেলিং ধরে দাঁড়াতে হয়।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বড় ক্ষতি সেবু দ্বীপের উত্তর ও মধ্যাংশে হয়েছে।
কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে থাকার জন্য স্থানীয় বাসিন্দাদের নির্দেশনা মেনে চলা জরুরি।