[caption id="attachment_7516" align="aligncenter" width="600"]
ছবি: প্রেস উইং [/caption]
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)-এর সভাপতি অ্যালিস মগুয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎকালে তারা বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
প্রফেসর ইউনূস অ্যালিস মগুয়েকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পৃক্ততা আরও বাড়ানো জরুরি।’
তিনি বলেন, ‘গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমি বহু আন্তর্জাতিক মানবাধিকার কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের সবাইকে আমি বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছি, কারণ দেশ এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’
প্রফেসর ইউনূস আরও বলেন, ‘প্রতিটি সফর অবহেলিত ইস্যুগুলোকে সামনে আনে এবং আমাদের মনোযোগী হতে বাধ্য করে।’
আলোচনার সময় তিনি প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথা স্মরণ করেন এবং ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
সাক্ষাতে গাজা উপত্যকার মানবিক সংকট ছিল আলোচনার অন্যতম বিষয়। অ্যালিস মগুয়ে গাজার জনগণের সহায়তায় এফআইডিএইচের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং প্রফেসর ইউনূসের অবিচল সংহতির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেও আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে, তা প্রশংসনীয়।’
গত ১৫ বছরের স্বৈরাচারী শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মগুয়ে বলেন, ‘আগের সরকার আমলে গুম, নিখোঁজ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মতো ঘটনাগুলো আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম পরিবর্তনের প্রতি প্রবল আকাঙ্ক্ষা দেখাচ্ছে। এটি আমাদের আশাবাদী করে তুলছে। আমি প্রতিদিন সকালে প্রার্থনায় বাংলাদেশকে স্মরণ করি।’
সাক্ষাতে মানবাধিকার সংগঠন অধিকার-এর সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা উপস্থিত ছিলেন।