ভোটে জিতে বিসিবির পরিচালক নির্বাচিত রুবাবা দৌলা

রুবাবা দৌলা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে শুরুতে দায়িত্ব পেয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু গতকাল বিসিবির নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইসফাকের পরিবর্তে করপোরেট জগতের পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি।

বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের শীর্ষ দুই টেলিকম অপারেটর গ্রামীণফোন ও এয়ারটেল–এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

খেলাধুলার সঙ্গে রুবাবার সম্পৃক্ততা নতুন নয়। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস–এর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত কর্মরত অবস্থায় তিনি প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তখনই তিনি বাংলাদেশের ক্রিকেটে স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। গ্রামীণফোন ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ছিল।

২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুবাবা দৌলার।

বিসিবিতে তিনি সম্ভবত মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।

Leave a Reply

Scroll to Top