ভারতে ধনী মানুষের সংখ্যা বেড়েছে, সর্বাধিক মুম্বাইয়ে।


বছরে কোটি রুপি আয় করা ভারতীয় নাগরিকের সংখ্যা গত বেড়েছে। সমীক্ষা সংস্থা হুরুন ইন্ডিয়ার হিসাব অনুসারে, গত ছয় অর্থবছরে বছরে কোটি রুপি আয় করা ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। শুধু তা-ই নয়, এই অঙ্ক আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি সম্পদশালী মানুষের বসবাস মুম্বাইয়ে।

ব্যক্তিগত আয়ের নিরিখে ‘মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ, ২০২৫’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে ওই বেসরকারি সংস্থা। আয়কর রিটার্নের তথ্য উল্লেখ করে সেখানে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে বছরে কোটি রুপি রোজগার করে—এমন ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ৮১ হাজার। ২০২৩-২৪ অর্থবছরে বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৭ হাজার। খবর ইকোনমিক টাইমসের

Leave a Reply

Scroll to Top