ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।


চলমান এশিয়া কাপের সুপার ফোরে আজ বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কাগজে-কলমে নয়, বাস্তব কারণেই ভারতকে ম্যাচের পরিষ্কার ফেবারিট ধরা হচ্ছে। প্রতিপক্ষ যদি বাংলাদেশ না হয়ে শক্তিমত্তার অন্য কোনো দল হতো, তবুও বর্তমান ফর্ম ও শক্তিমত্তায় ভারতই থাকত এগিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে ভারতের চেয়ে বড় ফেবারিট আর কোনো দল নেই বললেই চলে।

তবুও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শক্তিশালী দলগুলোও কখনো হোঁচট খায়। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারত ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে হেরেছে মাত্র তিনটিতে। বাংলাদেশ আজ সেই সংখ্যাটাকে চার করতে চাইবে।

কাজটা যে কঠিন, তার আলাদা ব্যাখ্যার প্রয়োজন নেই। এশিয়া কাপে ভারতের খেলা ম্যাচগুলোর স্কোরকার্ডই সেটি প্রমাণ করে। তবে বড় প্রশ্ন হচ্ছে—এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কেমন একাদশ সাজাতে পারে বাংলাদেশ?

বাংলাদেশের ব্যাটিংয়ে লাইনআপে ওপেনিং নিয়ে কোনো প্রশ্ন নেই। সাইফ হাসান শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত ৬১ রানের ইনিংস খেলে জায়গা পাকা করে নিয়েছেন। তার সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান, যদিও তিনি আগের ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন। তিনে লিটন দাস, চারে তাওহিদ হৃদয়।

লিটন অনুশীলনে হালকা চোট পেলেও গুরুতর কিছু নয় বলে আশা করা হচ্ছে তিনি খেলবেন। যদি শেষ মুহূর্তে লিটন না খেলতে পারেন, তবে পারভেজ হোসেনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হৃদয়ের পর ব্যাট করবেন শামীম হোসেন।

ফিনিশারের ভূমিকায় থাকা জাকের আলী এশিয়া কাপে এখনো প্রত্যাশা মেটাতে পারেননি—৪ ম্যাচে কোনো ছক্কা নেই তার ব্যাটে। তবু আজও তার খেলার সম্ভাবনাই বেশি, যদিও নুরুল হাসান সোহানকেও বিবেচনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

স্পিন আক্রমণে মেহেদী হাসানের থাকা প্রায় নিশ্চিত। শ্রীলংকার বিপক্ষে তিনি নিয়েছেন ২ উইকেট। আরেকজন স্পিনার হিসেবে নাসুম আহমেদকে নামানোর সম্ভাবনাই বেশি, কারণ ভারতের বিপক্ষে রিশাদ হোসেনের রেকর্ড তেমন ভালো নয়। তবে আক্রমণাত্মক কৌশল নিতে চাইলে রিশাদকেও দলে দেখা যেতে পারে।

পেস বিভাগে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই খেলবেন। তবে শরীফুল ইসলাম গত ম্যাচে খরুচে ছিলেন (৪ ওভারে ৪৯ রান দিয়েছেন)। তার পরিবর্তে আজ সুযোগ পেতে পারেন তানজিম হাসান, যিনি ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন, যদিও খরচ করেছেন ওভারপ্রতি ১২-এর বেশি রান।

সব মিলিয়ে, বাংলাদেশের সামনে আজ বিশাল চ্যালেঞ্জ। তবে সুযোগ এলে সেটি কাজে লাগাতে পারলেই ভারতকে চমকে দেওয়ার স্বপ্ন দেখা যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

Leave a Reply

Scroll to Top