প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ
ভবিষ্যতে কার কাছে থাকবেন বুবলী?
[caption id="attachment_2020" align="alignnone" width="600"]
জনপ্রিয় অভিনেত্রী বুবলী[/caption]
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। তিনি কাজের ফাঁকে নিজেকে সময় দিতে খুব পছন্দ করেন। উদযাপন করেন নিজেকে নিয়ে খাবারের আনন্দ আয়োজন।
এবার ফেসবুকে সাদা-লাল স্কার্ট পরে ভিন্নলুকে সামনে এলেন ‘জংলি’খ্যাত নায়িকা। পেছনে বিস্তীর্ণ সবুজের আবহ। তিনি বললেন প্রকৃতির মাঝে থাকতে তার অসাধারণ লাগে।
একগুচ্ছ ছবির সঙ্গে ভবিষ্যত পরিকল্পনাও জানিয়ে দেন অভিনেত্রী।
বুবলী বলেন, ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালবো।
কারণ হিসেবে তিনি জানান, ‘প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’এদিকে এবারের কোরবানি ঈদেই নতুন রূপে বুবলীকে দেখবে দর্শক। খুব শিগগিরই তার প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে নতুন কিছু কাজ প্রকাশ পেতে চলেছে। প্রযোজনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সিনেমার মানুষ। তাই আমার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা তৈরি করতে চাই। সেটা আগামী বছর সম্ভব বলে আশা করছি।
Sotterpothe