

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য আর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই আর আপন ভুবন। যার কিছুটা হলেও আভাস পাওয়া যায় নায়িকার ফেসবুকে।
সন্তানদের নিয়ে পরীর ভালোবাসা, খুনসুটি আর নানা মুহূর্তের ছবি প্রায়ই তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় পরী এবার দুই সন্তানকে টিকা দিতে ছুটে গেলেন হাসপাতালে।
৩ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পরী। গাড়িতে বসে দু’জনের সঙ্গে অনেক কথাও বলেন এই চিত্রনায়িকা। এরপর আসে হাসপাতালের পর্ব। সেখানে টিকা দেওয়া হয় রাজ্য ও প্রিয়মকে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরী লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাট একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কি করে।’
মুহূর্তের মধ্যেই পরীভক্তদের মন কেড়েছে ভিডিওটি। কারণ- পরীর মুখ ঢেকে বোরকা পরা সবর নজর কেড়েছে। মন্তব্যকারীদের অনেকেই পরীর এমন লুকের প্রশংসা করছেন।
একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ পরীমণি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।’ অন্য একজনের কথায়, ‘খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দেখে খুব ভালো লাগল, শুভকামনা রইল।’ একজন লিখেছেন, ‘হিজাব নিকাবে আরও বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।’