

ময়মনসিংহে জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। তারাকান্দা থানায় মামলা করেছেন ভুক্তভোগী হালিম আকন্দর ছেলে শহীদ আকন্দ। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন।
মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে চার-পাঁচজনকে। মামলায় ঘটনার তারিখ দেখানো হয় চলতি বছরের ৫ জুন। তারাকান্দা থানার ওসি জানান, ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা শনিবার থানায় এসে মামলার আবেদন করেন। মামলা নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
কাশিগঞ্জ বাজার-সংলগ্ন কোদালিয়া গ্রামের বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল কেটে দেওয়া হয়। প্রায় তিন মাস আগের ঘটনার ভিডিও ভাইরাল হলে সম্প্রতি বিষয়টি আলোচনায় আসে।
ভুক্তভোগী হালিম উদ্দিন জানান, চা-নাশতা খাওয়ার জন্য জোরাজুরি করার পর তিনি রাজি না হওয়ায় কয়েকজন মিলে তাঁকে বাইরে এনে এই কাজ করে। তিনি অত্যন্ত মর্মাহত এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। মামলার বাদী শহীদ আকন্দ বলেন, ‘যারা ওই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার চাই।’
জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই ঘটনাকে ব্যক্তির শারীরিক অখণ্ডতা ও মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন জানান, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি এমন আচরণ নিন্দনীয় ও বেআইনি। আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।