
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে। এমনটিই জানিয়েছেনবিসিবির নবনির্বাচিত সভাপতি ও সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্কুল ও কলেজ পর্যায়ের পাশাপাশি এবার মাদ্রাসাাতেও ক্রিকেট প্রসারের উদ্যোগ নিচ্ছে বোর্ড।
বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের জন্য বড় অর্জন হবে। আমরা সেই ব্যবস্থার দিকেই এগোচ্ছি।’
এর আগে থেকেই বিসিবি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে। নতুন উদ্যোগ হিসেবে এবার সেই পরিসরে যুক্ত হতে যাচ্ছে মাদ্রাসাা শিক্ষার্থীরাও।
কোন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করা হবে, সে সম্পর্কেও ধারণা দিয়েছেন বুলবুল। তিনি বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা যেহেতু পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে, অর্থাৎ টি-টোয়েন্টি ধরনের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছি।’