
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন ১৯১ জন কাউন্সিলর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘনিয়ে আসছে। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন ১৯১ জন কাউন্সিলর। প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের পর বিকাল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়। এর আগের দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে।
এর আগে ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া পাঁচ জেলা- সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে।
তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল।