বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে রাজধানীতে বর্ণিল আয়োজন।


রাজধানীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যে এবার বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল সকাল ৯টায় আগারগাঁও পর্যটন ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় র‍্যালি বের হয়। বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে র‍্যালিটি আগারগাঁও পর্যটন ভবন সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ বিমানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয় এবং দায়িত্বশীল পর্যটন খাত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Scroll to Top