বিনিয়োগকারীর উপস্থিতি ছাড়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধন বিএসইসি’র।


বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়াই এ বছর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। জায়গা হবে না বলে সাংবাদিকদেরও উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি সংস্থাটি। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে  বিএসইসি কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠান হয়। রাত পৌনে ৯টায় সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার আগ পর্যন্ত সাংবাদিকদেরও এ অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়নি। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি গঠিত তদন্ত কমিটির দুই সদস্য ইয়াওয়ার সায়ীদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার জিসান হায়দার।

উদ্বোধন অনুষ্ঠানে  সত্যের পথে প্রতিবেদক উপস্থিত হলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অনুষ্ঠানে সাংবাদিক উপস্থিত আছেন জানতে পারলে চেয়ারম্যান (বিএসইসি) রাগ করবেন। তিনি অবিলম্বে অনুষ্ঠান ত্যাগ করার অনুরোধ জানান। যদিও বিএসইসির মুখপাত্র অনুষ্ঠানে থাকার অনুরোধ করেন।

বিএসইসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় শ্রোতা-দর্শক ছিলেন শুধু বিএসইসির কর্মকর্তারা। সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের দুই চেয়ারম্যান ও দুই এমডি, শীর্ষ ১০ ব্রোকারেজ হাউসের ১০ জন সিইও এবং ব্রোকারদের সংগঠন ডিবিএ সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) আহ্বানে ২০১৭ সাল থেকে এ সপ্তাহ উদযাপন করছে বিএসইসি। টানা এক সপ্তাহ ধরে নানা পক্ষের নানা অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে সচেতন করার জন্য আন্তর্জাতিক সংস্থাটি এ সপ্তাহ উদযাপনের আহ্বান জানিয়ে থাকে।
আইওএসসিওর এ বছরের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য– প্রযুক্তি ও এআইনির্ভর আর্থিক শেয়ার লেনদেনের ঝুঁকি ও তথ্যের সুরক্ষা বিঘ্নিত হওয়া এবং প্রতারণা প্রতিরোধ। তিনটিই বিনিয়োগকারীর নিরাপত্তার মূল চাবিকাঠি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান  সত্যের পথকে জানান, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনে বুধবার বিকেলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারদের সংগঠন ডিবিএ এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ যৌথভাবে জুমে (অনলাইন) একটি সেমিনারের আয়োজন করেছে। এতে সরাসরি প্যানেল আলোচকরা ডিএসই কার্যালয়ে উপস্থিত থাকবেন। বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক কর্মকর্তারা অনলাইনে যোগ দেবেন। এ অনুষ্ঠানে বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকবে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোকে অনুরোধ করা হবে, যাতে বিনিয়োগকারীদের জুম লিংক শেয়ার করা হয় এবং অংশ নেয়।

আইওএসসিও এক বিবৃতিতে বলেছে, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রধান লক্ষ্য দুটি। প্রথমত, বিনিয়োগ শিক্ষা, বিনিয়োগকারীর সুরক্ষা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক মূল বার্তাগুলো ছড়িয়ে দেওয়া। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের জন্য শেখার সুযোগ তৈরি করা।

বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া কীভাবে তাদের সচেতন করা যাবে– এ বিষয়ে জানতে বিএসইসির চেয়ারম্যানকে মোবাইল ফোন এবং বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। তবে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনে যেসব অনুষ্ঠান হবে, সেগুলোর বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তিগুলো গণমাধ্যমে প্রকাশ হলে বিনিয়োগকারীরা তার মাধ্যমে সচেতন হবেন।

Leave a Reply

Scroll to Top