[caption id="attachment_6084" align="aligncenter" width="600"]
সংবাদ সম্মেলনের একটি দৃশ্য [/caption]
বাংলাদেশ থেকে অস্কারের যাচ্ছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে এটি চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি। আজ শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদন করা সিনেমার প্রতিনিধিরা, সাংবাদিক ও চলচ্চিত্র- সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে, ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য চলতি মাসের শুরুর দিকে সিনেমা আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা। এগুলো হলো- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’।
বাংলাদেশ থেকে অস্কারে মনোনীত হওয়ার পর ‘বাড়ির নাম শাহানা’র অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমার যে টিম, কাজের বাইরেও তাদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই আমি তাদের বিশ্বাস করেছি। আজকে যখন এই ঘোষণা দেওয়া হলো, তখন মনে হয়েছে বিশ্বাসের মর্যাদা রাখা হয়েছে।’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লীসার এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী।