আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নে ধাক্কা খেল বাংলাদেশ। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথটাকেও অনেক কঠিন করে ফেলেছে লাল-সবুজের দল।
২০২৭ সালে ১৪ দলের বিশ্বকাপে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে বৈশ্বিক বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশের উপরে রয়েছে ৮০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ (নবম) এবং ৮৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড (অষ্টম)। ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও, ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেরা আটে ঢোকার সুযোগ এখনো কাগজে-কলমে টিকে আছে। তবে সমীকরণটি এখন অনেক বেশি কঠিন।
র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হলে বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। আসন্ন ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলেও বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না, দলটি দশম স্থানেই থাকবে।
বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই র্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ানোর শেষ সুযোগ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হাতে আরও কয়েকটি ম্যাচ থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।
তাই সমীকরণ পরিষ্কার, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে ব্যর্থ হলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বের অনিশ্চিত পথে নামতে হতে পারে।