[caption id="attachment_3020" align="aligncenter" width="600"]
সংগৃহীত ছবি: সত্যের পথে
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল ব্রাজিল। তবে তাদের শেষটা ভালো হলো না। বলিভিয়ার কাছে হারল ১-০ গোলে।
বলিভিয়ায় উচ্চতা নিয়ে ভোগান্তিতে পড়ে না, এমন ফুটবল দল কমই আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়পড়তা ৯ হাজার ফুট ওপরের দেশটিতে আজ ব্রাজিলও ভুগল স্পষ্টভাবেই।
তবে এরপরও ব্রাজিল লড়াই করেছে শুরু থেকেই। যদিও গোলের দেখা পায়নি। উল্টো প্রথমার্ধের শেষ সময়ে বিতর্কিত এক পেনাল্টি পেয়ে বসে স্বাগতিক বলিভিয়া।
তা থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিগুয়েল তেরসেরোস। সে গোল হজমের পর ব্রাজিল সমতায় ফেরার চেষ্টা করেছে বটে, কিন্তু গোলের দেখা পায়নি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি তাদের প্রথম হার। এর আগে ৩টি ম্যাচ খেলে দুটিতে জয় আর একটিতে ড্র করেছিল দলটা। এই তিন ম্যাচে একটা গোলও হজম করতে হয়নি তাদের। আজ একটা গোল হজম করল, আর তাতেই হারের কবলেও পড়তে হলো তাদের।
এই ম্যাচের পর ব্রাজিল বিশ্বকাপ বাছাইটা শেষ করল টেবিলের পাঁচে থেকে। ১৮ ম্যাচ শেষে তাদের অর্জন ২৮ পয়েন্ট।
ওদিকে এই জয়ে বলিভিয়া লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ প্লে-অফে খেলার সুযোগ পেল। এখন তারা ৩২ বছর পর বিশ্বকাপের আসরে জায়গা পাওয়ার স্বপ্নে বিভোর। ১৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে দলটা ৭ম দল হিসেবে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল। তাতেই তারা প্লে অফে খেলার সুযোগটা নিশ্চিত করেছে।