
‘বর্ষসেরা ব্যবসায়ী’ সম্মাননা পাওয়ায় শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক। তিনি ব্যাংকটির সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অন্য সম্মানিত পরিচালকরা এবং এমডি ও সিইও আহসান-উজ জামান অসাধারণ কৃতিত্বের জন্য আহসান খান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।