পা দিয়ে জায়নামাজ সোজা করা যাবে কি


নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোরআন ও হাদিসে নামাজকে আত্মিক প্রশান্তি ও নৈতিক জীবনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নামাজ আদায়ের আগে জায়নামাজ বিছানোর ক্ষেত্রে অনেকের মধ্যে দ্বিধা ও বিভ্রান্তি রয়েছে।

প্রচলিত ধারণার বিপরীতে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, জায়নামাজ বা নামাজের বিছানা পা দিয়ে সোজা করা বা নাড়াচাড়া করায় কোনো গোনাহ নেই। এতে নামাজও অকার্যকর হয় না।

তিনি বলেন, কোরআন ও হাদিসে জায়নামাজ পা দিয়ে সোজা করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তাই চাইলে হাতে বা পা দিয়ে যেভাবেই হোক সোজা করা যেতে পারে।

এ বিষয়ে তিনি আরও পরিষ্কার করে বলেন, অনেকেই মনে করেন, পা দিয়ে জায়নামাজ সোজা করলে নামাজ হবে না বা এতে গোনাহ হবে। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।

শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, নামাজ আদায়ের জন্য জায়নামাজ ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্নতা ও মনোযোগ ধরে রাখা। তাই এটি সোজা করার পদ্ধতিতে কোনো শারঈ বাধ্যবাধকতা নেই।

এর ফলে মুসলমানদের মধ্যে প্রচলিত এই ভুল ধারণা ভাঙার পাশাপাশি, বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বও দূর হলো।

Leave a Reply

Scroll to Top