
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য পাকিস্তান ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই দলে জায়গা পেয়েছেন তিনজন নতুন মুখ। তারা হলেন, আসিফ আফ্রিদি, (অলরাউন্ডার, বাঁহাতি স্পিনার), ফয়সাল আকরাম (বাঁহাতি রিস্টস্পিনার) ও রোহাইল নাজির (উইকেটকিপার-ব্যাটার)।
প্রথম টেস্ট শুরু হবে ১২ অক্টোবর, লাহোরে। তবে ম্যাচ শুরুর আগে দলে কাটছাঁট করে ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হবে।
আগেই নিশ্চিত করা হয়েছিল, শান মাসুদই অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। এশিয়া কাপ থেকে ফেরা খেলোয়াড় ছাড়া বাকিরা আজ থেকেই লাহোরে ক্যাম্প শুরু করছেন, যা চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
এশিয়া কাপ খেলে আসা আবরার আহমেদ, হাসান আলি, সালমান আগা ও শাহীন শাহ আফ্রিদি ৪ অক্টোবর থেকে ক্যাম্পে যোগ দেবেন। এই ক্যাম্প তদারকি করবেন লাল বলের প্রধান কোচ আজহার মাহমুদ ও এনসিএ কোচরা।
৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি অভিজ্ঞ বাঁহাতি স্পিন অলরাউন্ডার। এখন পর্যন্ত ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন, গড় ২৫.৪৯। আর ২২ বছরের তরুণ ফয়সাল আকরাম বাঁহাতি রিস্টস্পিনার। মাত্র ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ইতোমধ্যে খেলেছেন ৯ ম্যাচে ৪৪ উইকেট (গড় ৩০.৯৫)। জাতীয় দলে খেলা হয়ে গেছে ৩টি ওয়ানডে ম্যাচে, পেয়েছেন ৫ উইকেট।
এছাড়া রোহাইল নাজির ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত উইকেটকিপার-ব্যাটার। ২৩ বছর বয়সী এই তরুণ ২০১৮-১৯ মৌসুমে প্রথম শ্রেণির অভিষেকের পর এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৩৪.৪৫ গড়ে রান করেছেন। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেক।
স্পিন বিভাগে থাকছেন সাজিদ খান, নোমান আলি ও আবরার আহমেদ। ফাস্ট বোলিংয়ে থাকছেন শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি ও আমির জামাল। আর ব্যাটিং বিভাগ অভিজ্ঞদের সমন্বয়ে গড়া—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সাউদ শাকিল, সঙ্গে অধিনায়ক শান মাসুদ।
সিরিজ সূচি
প্রথম টেস্ট: ১২ অক্টোবর, লাহোর
দ্বিতীয় টেস্ট: ২০ অক্টোবর, রাওয়ালপিন্ডি
এরপর হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি।