[caption id="attachment_1500" align="alignnone" width="600"]
শিশুদের স্কুলে যাওয়ার পথে বাসে বিস্ফোরণ ঘটানো হয়।[/caption]
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খুজদার জেলায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণ চালানো হয়। এ সময় বাসটি শিশুদের স্কুলে নিয়ে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, তিনজন শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খুজদারের ডেপুটি কমিশনার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল বাসটি আর্মি পাবলিক স্কুলের ছিল। সকালে এটি শিশুদের তুলতে যাচ্ছিল। সেই সময় আত্মঘাতী বোমা হামলাকারী এটিতে হামলা চালায়।আহতদের চিকিৎসার জন্য সিএমএইচ খুজদারে স্থানান্তরিত করা হয়েছে এবং কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য এলাকাটি ঘিরে রেখেছে।স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।মন্ত্রী বলেন, ‘নিরপরাধ শিশুদের উপর আক্রমণ করে শত্রুরা তাদের বর্বরতা দেখিয়েছে। স্কুল বাসকে লক্ষ্য করে হামলা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র।’ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতার কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।