
এশিয়া কাপে সেমিফাইনালের কোনো বিষয় নেই। তবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ–পাকিস্তান ম্যাচকেই অলিখিত সেমিফাইনাল বলা হচ্ছে। যে দল জিতবে, তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। তাই ম্যাচটি বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে। এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে?
তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে নিয়ে এশিয়া কাপ শুরুর আগে আশা ছিল প্রবল। কিন্তু দুজনের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি ভাঙতে বাধ্য হয় দল। সেখানে তানজিদের সঙ্গী হন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রান করার পর শ্রীলংকা ও ভারতের বিপক্ষে খেলেছেন ধারাবাহিক দুটি ফিফটি। ফলে আজ ওপেনিংয়ে তার নামটাই আগে ভাবা হচ্ছে।
তানজিদ শেষ দুই ম্যাচে ব্যর্থ হলেও পারভেজ ভারতের বিপক্ষে ভালো ব্যাটিংয়ের আভাস দিয়েছেন। তাই লিটন দাস চোট থেকে ফিরতে না পারলে টপ অর্ডারে তানজিদ–সাইফ–পারভেজ—এই তিনজনকেই রাখা হতে পারে। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, লিটন আজ ফিরতে পারেন। তিনি ফিরলে ওপেনিংয়ে সাইফের সঙ্গে তানজিদ বা পারভেজের যেকোনো একজনকে দেখা যাবে।
চারে নামবেন তাওহিদ হৃদয়, পাঁচে শামীম হোসেন আর ছয়ে জাকের আলী। তবে এই দুজনের ব্যর্থতাই মিডল অর্ডারকে দুর্বল করে তুলছে। শামীম ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। জাকের পাঁচ ম্যাচ খেলেও এখনও কোনো ছক্কা হাঁকাতে পারেননি। ফলে শেষ দিকে দ্রুত রান তোলার জায়গায় বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। এ অবস্থায় নুরুল হাসানকে বিবেচনা করা হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে তিনি ৬ বলে ১২ রান করেছিলেন। আজ তাঁকে খেলানো হলে শামীম বা জাকেরের জায়গায় আসতে পারেন।
স্পিন বিভাগে আজ রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা বেশি। পাশাপাশি বাঁহাতি ব্যাটসম্যানদের ভিড় ঠেকাতে দলে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। সে ক্ষেত্রে নাসুম আহমেদকে একাদশের বাইরে থাকতে হতে পারে।
পেস আক্রমণে ফিরতে পারেন তাসকিন আহমেদ। তিনি খেললে মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দেওয়া হতে পারে। মোস্তাফিজুর রহমান ও তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে জায়গা পেতে পারেন তরুণ তানিজম হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান/পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।