

সেন্টমার্টিন দ্বীপ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা হবে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে এবার প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশের অনুমতি পাবেন। প্রথম দুই মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।