

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুকুমার, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, সংগীত সুরকার দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি।
পুরস্কার জেতার পরই সিনেমাটির পরিচালক সুকুমার নিশ্চিত করেছেন যে সিনেমার তৃতীয় ভাগ অর্থাৎ, ‘পুষ্পা ৩ : দ্য র্যাম্পেজ’ অবশ্যই তৈরি করা হবে।
সিমা-তে আল্লু অর্জুন সেরা অভিনেতা, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী সেরা সঙ্গীত পরিচালক এবং পিলিং গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক শিল্পীর পুরস্কার পান।