[caption id="attachment_4638" align="aligncenter" width="600"]
বঙ্গোপসাগরে এক জেলের জালে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে ছবি: সংগৃহীত [/caption]
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আশাখালী এলাকায় আজ শনিবার দুই কেজি ওজনের একটি একটি ইলিশ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে।
আশাখালী এলাকার জেলে গিয়াস উদ্দিন বলেন, গতকাল শুক্রবার বিকেলে তিনি বঙ্গোপসাগরের আশাখালীর মোহনায় জাল পেতেছিলেন। সন্ধ্যার পর জাল তুলতেই অন্য মাছের সঙ্গে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ উঠে আসে। শনিবার সকালে মাছটি আশাখালী এলাকার মেসার্স হামিম ফিশ নামের একটি মাছের আড়তে নিলামে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়।