

রাশিয়ার যুদ্ধবিমান ন্যাটোর সদস্যদেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। সেগুলো বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদে গেছে।
আজ শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে। বাল্টিক সাগর উপকূলবর্তী কালিনিনগ্রাদ রুশ ভূখণ্ড।
এস্তোনিয়া সরকারের দাবি, তিনটি রুশ যুদ্ধবিমান ১২ মিনিট ধরে তাদের আকাশে অবস্থান করেছে, যা আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন। এটিকে তারা ‘নজিরবিহীন বেপরোয়া’ অনুপ্রবেশ বলে বর্ণনা করেছে।