নেত্রকোনায় ১০২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় অটোরিকশায় বিশেষভাবে চেম্বার তৈরি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাচারের সময় আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১০২ বোতল ভারতীয় মদ এবং একটি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা এলাকার আমতলা বাজারের পশ্চিম পাশে গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—২৪ বোতল আইস ভদকা, ২২ বোতল আইস ব্ল্যাক, ৫৬ বোতল লাক্সারি হুইস্কি।সবগুলো বোতল পত্রিকায় মোড়ানো অবস্থায় ছিল। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আটক আবুল বাশার সদর উপজেলার শিমুলকান্দি এলাকার আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনাa মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা মো. নাজমুল হক।

তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও চলমান থাকবে।’

Leave a Reply

Scroll to Top