

গাজীপুরের কাপাসিয়ায়নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শীতলক্ষ্যা নদী থেকে ১৭ বছর বয়সী কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে জুনাইদ বালু উত্তোলনের বল গেটের বাড়ি খেয়ে নিখোঁজ হয়েছিল।
ওই শিক্ষার্থীর নাম জুনাইদ হাসান। তিনি খুলনার বাগেরহাট জেলার রায়েন্দা এলাকার তওহিদ ইসলামের ছেলে এবং আ. হামিদ চৌধুরী হাফিজিয়া কওমী ও এতিমখানা মাদ্রাসার ছাত্র।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান মুফতি জালল উদ্দিন বলেন, ‘মাদ্রাসার পিছনে নদীতে ১০টি বলগেট রাখা ছিলো। এগুলো দেখতে গিয়ে প্রথমে মুস্তাকিম (১৬) পানিতে পড়ে যায়। কিন্তু সাতার জানায় তাকে বাঁচাতে গিয়ে জুনাইদ হাসান পানিতে নামে। এ সময় বল গেটের বাড়ি খেয়ে নদীতে তলিয়ে নিখোঁজ হয়।’
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মাহফুজুর রহমান জানান, ডুবরি দলের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিখোঁজ জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’