মরদেহ উদ্ধার প্রতীকী ছবি
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে আনন্দভ্রমণের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুদিন পর সুমন সিপাহী (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার দিনব্যাপী আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্ট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার তল্লাশি চালানো হলেও সুমনকে খুঁজে পাওয়া যায়নি। নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহীর ছেলে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সদরের বাহেরচর কাতলা এলাকার যুবকদের পক্ষ থেকে আনন্দভ্রমণের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে যুবকেরা আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা ছুটে গিয়ে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন ট্রলারচালক সুমন সিপাহী।
ঘটনার পর মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে কয়েক দফা তল্লাশি চালালেও সুমনকে খুঁজে পায়নি। ঘটনার দুদিন পর আজ সকালে সদর উপজেলার পখিরা এলাকায় নদেে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তরুণকে উদ্ধার করতে নদীর বিভিন্ন অংশে উদ্ধার অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি করেও ট্রলারটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার দুদিন পর ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ট্রলারচালক সুমনের লাশ উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, নিখোঁজ ট্রলারচালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।