[caption id="attachment_4062" align="aligncenter" width="600"]
চট্টগ্রাম বন্দর ফাইল ছবি :সত্যের পথে[/caption]
চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত নতুন মাশুলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে আজ সোমবার থেকে নতুন মাশুল কার্যকরের কথা বলা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে নতুন মাশুলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কনটেইনার পরিবহনের মাশুল। এখন থেকে কনটেইনারপ্রতি (২০ ফুট লম্বা) বাড়তি মাশুল দিতে হবে ৪ হাজার ৩৯৫ টাকা। বন্দরের সেবা নেওয়ার জন্য এই মাশুল দিতে হবে বন্দর ব্যবহারকারীদের।