ধর্মীয় উপদেষ্টা জানিয়েছেন, এবারের ভোট রাতের পরিবর্তে দিনের সময় হবে।


তিন বছর আগে প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই আসরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পান নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তারা। এরপর আরও কিছু সুখস্মৃতি সঙ্গী হয়েছে তাদের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে সমতা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় মেয়েদের জন্য বড় অর্জন। যাতে বড় ভূমিকা ছিল জ্যোতি-সুপ্তার মতো ক্রিকেটারের।

যৌথভাবে ভারত-শ্রীলঙ্কায় শুরু হওয়া এবারের বিশ্বকাপে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অতীতের অর্জন টুর্নামেন্টে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন সুপ্তা, ‘অতীতের ইতিবাচক স্মৃতি ইচ্ছাশক্তি বাড়ায়, আত্মবিশ্বাস দেয়। ২০২২-এর বিশ্বকাপে আমরা একটি ম্যাচ জিতেছিলাম। কিন্তু বেশ কিছু ম্যাচে কাছাকাছি গিয়ে হেরে যাই। যেমন– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গতবার শ্রীলঙ্কা ছিল না, এবার আছে। তাদের সঙ্গেও আমাদের জমজমাট লড়াই হয়। গত দুই-তিন বছর ব্যাট হাতে আমার ভালো সময় যাচ্ছে। আমি এভাবে দলে অবদান রেখে যেতে চাই। প্রক্রিয়া অনুসরণ করে, এত দিন যা করেছি, সেটাই করার চেষ্টা থাকবে।’

বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট পেতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে বিশ্বকাপে জায়গা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। সুপ্তা টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পেয়েছিলেন। ৯৪ রানের একটি ইনিংসও খেলেছিলেন। দুবার নার্ভাস নাইনটিতে আটকানো সুপ্তা এবার সুযোগ এলে তিন অঙ্কের ঘরে ঢুকতে চান, ‘সেঞ্চুরি পেতে আরেকটু সচেষ্ট থাকতে হবে। প্রথম সেঞ্চুরিটা বিশ্বকাপে পেলে তো কথাই নেই। আগের ভুল থেকে শিক্ষা নিয়েছি। সেরাটা দেওয়ার চেষ্টা করছি। সেঞ্চুরি পেলে সারাজীবন মনে রাখার মতো স্মৃতি হবে।’

বিশ্বকাপে অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গড়া দল নিয়ে গেছে বাংলাদেশ। ১৫ জনের দলের আটজন ছিলেন গত বিশ্বকাপে। দলে সুপ্তা-নিগার-ফারজানারা যেমন আছেন, তেমনি আছেন ১৭ বছরের নিশিতা আক্তার, ১৮ বছরের সুমাইয়ারা আছেন।

সুপ্তা মনে করেন, সিনিয়রদের অভিজ্ঞতা এবং নতুনদের প্রাণশক্তিতে ভালো বিশ্বকাপ কাটবে তাদের, ‘অভিজ্ঞতার সবসময়ই দাম আছে। দলের অধিকাংশ সদস্য বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। আবার দলে নতুন অনেকে এসেছে। আমরা সিনিয়র-জুনিয়রের সমন্বিত দল বলতে পারি। আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করব, ওরা গতিশীলতা যোগ করবে, দুইয়ের সমন্বয়ে যা হবে তা দারুণ উচ্ছ্বাসের।’

 

Leave a Reply

Scroll to Top