দোকানির মধ্যে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মোহনগঞ্জ থানা ও ইনসেটে নিহত ব্যবসায়ী নারায়ণ পাল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ থানা থেকে প্রায় ১৫০ গজ অদূরে একটি মণোহারী দোকানে ঢুকে নারায়ণ পাল (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে পৌরশহরের দৌলতপুরের থানা রোডের বসুন্ধরা মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউৎপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে। থানা রোডের বসুন্ধরা মোড় এলাকায় ইসলামী ব্যাংক সংলগ্ন ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

ঘটনার পরপরই মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরের থানা রোডে বসুন্ধরা মোড় থানা থেকে প্রায় ১৫০ মিটার অদূরে নারায়ণ পালের মুদি দোকান। সোমবার রাত সোয়া ১১টার দিকে পণ্য কিনতে যাওয়া এক ক্রেতা দোকানের ভেতর নারায়ণ পালের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দোকানের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলাপ নামে একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Scroll to Top