

প্রায় পুরো বছরই টিভি পর্দা, দেশ-বিদেশের মঞ্চ ও রেকর্ডিংয়ে ব্যস্ত সময় কাটান শিল্পী দেবলীনা সুর। নামের মতোই তিনি সুরের ভুবনেই ডুবে থাকেন। বিশেষ করে শারদীয় পূজার সময় তাঁর ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ, আর এবারের দুর্গাপূজাও তার ব্যতিক্রম নয়।
দেবলীনা জানান, টিভি অনুষ্ঠান থেকে শুরু করে পূজার মণ্ডপ–সবখানেই তাঁর উপস্থিতি লেগেই আছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এ অংশ নেবেন তিনি। আগামী ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা।
ব্যস্ততার মাঝেও টিভি অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছেন। আগামীকাল এটিএন বাংলার লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’-তে অতিথি হিসেবে থাকবেন। পাশাপাশি একই রাতে আরটিভির ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে।
এ ছাড়াও আগামী ২ এনটিভির সরাসরি অনুষ্ঠান ‘আজ সকালের গান’ এটিএন বাংলার ‘মিউজিক লাউঞ্জ’ এবং রাত ৮টায় একুশে টিভির ‘রূপ লাবণ্য’ আয়োজনে থাকবেন এই কণ্ঠশিল্পী।
দেবলীনা বলেন, ‘প্রতি উৎসবেই ব্যস্ততা বাড়ে, তবে পূজা এলে সেটা আরও বেড়ে যায়। আমি এই ব্যস্ততাই উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলে আনন্দই লাগে। সবার ভালোবাসায় এবারের উৎসবটিও যেন সুন্দরভাবে কাটে, সেই প্রত্যাশা করি।’