[caption id="attachment_3912" align="alignnone" width="866"] দর্শকদের পছন্দে এখন শীর্ষে রয়েছে ‘ওয়েনসডে’ টিভি সিরিজ। এর আইএমডিবি রেটিং ৮। সিরিজটি ৪টি শাখায় প্রাইমটাইম এমি পুরস্কার জয় করেছে। সিনেমাটিকে ভোট দিয়েছেন সাড়ে ৪ লাখ ভোটার। ছবি: আইএমডিবি[/caption]
[caption id="attachment_3913" align="alignnone" width="803"] টেলিভিশন সিরিজ ‘ডেক্সটার: রেজারেকশন’ মুক্তির পরেই বিশ্বের সেরা ২৫০ সিরিজের তালিকার ২০ নম্বরে জায়গা করে নিয়েছে। এর রেটিং ৯.২। এটি এখনো দর্শকদের মধ্যে আলোচনায় রয়েছে। এক লাখ দর্শক এটিকে ‘ওয়াচ লিস্টে’ রেখেছে। ছবি: আইএমডিবি[/caption]
[caption id="attachment_3916" align="alignnone" width="830"] শুধু হরর সিনেমার জগতেই নয়, পুরো হলিউডেই ‘কনজুরিং’–কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করা হয়। সেই সিনেমার নতুন ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ রয়েছে। সিনেমাটি পছন্দের তালিকায় তিন নম্বরে রেখেছেন দর্শকেরা। ছবি: আইএমডিবি[/caption]
[caption id="attachment_3915" align="alignnone" width="866"] কমেডি, ক্রাইম ও অপরাধ ঘরানার সিনেমা ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’। গত মাসের শেষের দিকে মুক্তি পেয়ে এটি এখনো আলোচনায় রয়েছে। এর আইএমডিবি রেটিং ৬ দশমিক ৬। এটিই দর্শকদের পছন্দের তালিকায় চার নম্বরে রেখেছে। ছবি: আইএমডিবি [/caption]
[caption id="attachment_3914" align="alignnone" width="875"] রেটিং কম হলেও দর্শকদের পছন্দের তালিকায় ৫ নম্বরে রয়েছে ডেনজেল ওয়াশিংটন অভিনীত সিনেমা ‘হায়েস্ট টু লোয়েস্ট’। সিনেমাটির রেটিং ৫ দশমিক ৭। এটি পরিচালনা করেছেন স্পাইক লি। ছবি: আইএমডিবি[/caption]