
ফ্রান্স দলের সঙ্গে আন্তর্জাতিক দায়িত্বে থাকা অবস্থায় কোনাতে টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনাতের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এমবাপ্পে কি তাকে মাদ্রিদে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন কি না।
তবে একই সাক্ষাৎকারে কোনাতেতে নিশ্চিত করেছেন যে, তিনি কোনো স্প্যানিশ জানেন না।
এদিকে এমবাপ্পে তার প্যারিস পিএসজি সতীর্থ উসমানে দেম্বেলে ও আশরাফ হাকিমিকে সম্ভাব্য ব্যালন ডি’অরের প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘দেম্বেলে এর যোগ্য।