দুই ঘণ্টা অন্তর অন্তর কোনাতের সঙ্গে যোগাযোগ করেছেন এমবাপ্পে

লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে মজা করে বলেছেন যে তার ফ্রান্স সতীর্থ কিলিয়ান এমবাপ্পে তাকে রিয়াল মাদ্রিদে যোগদানের জন্য নিয়মিত ফোন করছেন। কোনাতের লিভারপুল চুক্তি এই মৌসুমের শেষে শেষ হতে যাচ্ছে, তাই তাকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ সবসময়ই সংবাদ শিরোনামে থাকে। তবে ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চায়।

ফ্রান্স দলের সঙ্গে আন্তর্জাতিক দায়িত্বে থাকা অবস্থায় কোনাতে টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনাতের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এমবাপ্পে কি তাকে মাদ্রিদে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন কি না।

উত্তরে কোনাতে বলেন, ‘তিনি আমাকে প্রতি দুই ঘণ্টায় কল করছেন।’ 

তবে একই সাক্ষাৎকারে কোনাতেতে নিশ্চিত করেছেন যে, তিনি কোনো স্প্যানিশ জানেন না।

এদিকে এমবাপ্পে তার প্যারিস পিএসজি সতীর্থ উসমানে দেম্বেলে ও আশরাফ হাকিমিকে সম্ভাব্য ব্যালন ডি’অরের প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘দেম্বেলে এর যোগ্য।

আমি শুরু থেকেই তাকে সমর্থন করেছি। আশা করি আশরাফও শীর্ষে থাকবে, এটি ডিফেন্ডারদের জন্য ভালো।’
Scroll to Top