পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ঘোড়াঘাট থানার দাপ্তরিক ডাক বিলির জন্য মোটরসাইকেলে করে হাকিমপুর সার্কেল অফিসে রওনা হন মিজানুর। পথে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল তাঁকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান, মিজানুর হৃদ্রোগ আক্রান্ত হয়েছেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।