[caption id="attachment_5172" align="aligncenter" width="600"]
শামীম আহমেদ [/caption]
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, শামীম আহমেদের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। তিনি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শামীমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তার তিনজন সন্তান রয়েছে। ২০০৪ সালে চাকরিতে যোগদান করেন।
গতকাল গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। এ ঘটনায় দোকানের একজন কর্মচারী আহত হন।